সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ আখাউড়াবাসীর
দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে আখাউড়া উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ।
সোমবার সকালে কেন্দ্রীয় রাধামাধব আখড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌরশহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে স্টেশন এলাকায় মানববন্ধন করে। এতে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।
এসময় বক্তারা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।