বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আগে কাজ বুঝে নিই

anisul haqeআইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘মন্ত্রণালয়ে অগ্রাধিকার ভিত্তিক কি কাজ হবে আজকে ঠিক করা কঠিন। কাজ বুঝে নিই, তারপর বলতে পারব।’

মন্ত্রিত্ব পাওয়ার পর সোমবার সচিবালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্দ্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা ও পিলখানা হত্যা মামলার বিচার এ সরকার শেষ করেছ। ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত গুরুতর অপরাধ সমূহের বিচার শুরু হয়েছে। ৪২ বছর পর এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে অনেকাংশেই শেষ করেছে।’

বিচার বিভাগকে প্রভাবিত করার জন্য আওয়ামী লীগ সরকার কোনো কাজ করেনি বলে দাবি করেন নতুন এই মন্ত্রী।

বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করা হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখা যাক কি করা যায়।’

এ জাতীয় আরও খবর