কন্যা সন্তানের মা হলেন ন্যান্সি
জনপ্রিয় কন্ঠ শিল্পী ন্যান্সির কোল জুড়ে এলো নতুন অতিথি। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে তিনি কন্যা সন্তানের মা হন।
জন্মের আগেই এই দম্পতি ওই কন্যা সন্তানের নাম ও ঠিক করে রেখেছিলেন। ন্যান্সির আরেকটি মেয়ে সন্তান আছে যার নাম রোদেলা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ন্যান্সিকে হাসপাতালে ভর্তি করা হয়। ন্যান্সির ভাই জানান, বর্তমানে ন্যান্সি ও তার মেয়ে শারিরিকভাবে খানিকটা অসুস্থ আছেন।
পরিবারের পক্ষ থেকে দেশবাসির কাছে তাদের শারিরিক সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।
উল্লেখ্য, ন্যান্সি ২০১২ সালের ৪ মার্চে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ন্যান্সির সর্বশেষ অ্যালবামের নাম ‘ঝগড়ার গান’।