আশুগঞ্জে দুটি সিএনজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জের রেলগেইটে দুটি সিএনজি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। দুটি সিএনজি পুড়ে যাওয়ায় প্রায় সাড়ে ১০লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত সিএনজি মালিক ছোট আবু। সিএনজি মালিক ছোট আবু জানায় আজ শুক্রবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার দিকে সিএনজিতে আগুন দেখে জনৈক একজন আমাকে ফোন করে জানায়। দ্রুত ঘটনাস্থলে এসে দেখি আমার দুটি সিএনজি সম্পূর্ন পুড়ে ভস্মীভ’ত হয়ে গেছে। সে জানায় দুটি সিএনজি তিনি একমাস আগে ১০ লক্ষ ৪৫ হাজার টাকা দিয়ে কিনেছি। এ দুটি সিএনজি পুড়িয়ে দেওয়ায় আমার আয়-রোজগারের একমাত্র পথ বন্ধ হয়ে গেল এবং আমি নিঃস্ব হয়ে পড়লাম। আমি আমার সংসার ও ছেলেমেয়ে নিয়ে কি করব বুঝে উঠতে পারছিনা।এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত আইনগত পদক্ষেপ সহ ক্ষতি পুরন দাবী করছি।