শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন এমপিদের শপথ চলছে

MP-2জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে চলছে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ পাঠ করাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রথমে আওয়ামী লীগের সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন। এরপর শপথ নেবেন অন্য দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী সদস্যরা।

স্বাধীনতা পরবর্তীতে এবারই সর্বোচ্চ সংখ্যক বিনা ভোটে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন। এদিক থেকে ইতিহাসের সাক্ষী হয়ে রইলো দশম জাতীয় সংসদ। অনেকেই এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এর আগে বুধবার বিকেলে নির্বাচন কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯০ জন সংসদ সদস্যের তালিকা গেজেট আকারে প্রকাশ করে। পরে এ গেজেট নির্বাচন কমিশন সংসদ সচিবালয়ে পাঠিয়ে দেয়।

সংবিধানের ১৪৮ (২ক) অনুচ্ছেদ অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী সংসদ সচিবালয় শপথের এ ব্যবস্থা নিয়েছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন প্রার্থী নির্বাচিত হওয়ায় গত ৫ জানুয়ারি সারা দেশে ১৪৭টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন এর মধ্যে ৮টি আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করে। পরে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে অনুষ্ঠিত যশোর ১ ও ২ সংসদীয় আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগ থেকে নির্বাচিত দু’জন সংসদ সদস্যকে কারণ দর্শানো নোটিশ দেয়।

ফলে সব মিলিয়ে ১০ আসন বাদে নির্বাচন কমিশন ২৯০টি আসনে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে।

এ ২৯০ আসনের মধ্যে আওয়ামী লীগের ২৩০টি, জাতীয় পার্টির ৩৩টি, ওয়ার্কার্স পার্টির ৬টি, জাসদের ৫টি, জাতীয় পার্টি (জেপি), তরিকত ফেডারেশন ও বিএনএফ ১টি করে এবং স্বতন্ত্র সদস্যরা ১৩টি আসন পেয়েছেন।

এনিয়ে দেশের ইতিহাসে প্রথমবারেরমতো প্রধান বিরোধী দল বিএনপি বিহীন সংসদের যাত্রা শুরু হলো বৃহস্পতিবার। শপথ অনুষ্ঠনে দেশি-বিদেশি বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই সংসদ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল ৯টার পর থেকে একে একে আসতে থাকেন ইতিহাসের সাক্ষী হতে যাওয়া সংসদ সদস্যরা।

এ জাতীয় আরও খবর

পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, জানাল তেহরান

ঈদযাত্রায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৩৮ জন

নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধ করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আ.লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের

৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি, ঢাকায় ৪০ পার

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ