ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর নামক এলাকায়। নিহতের নাম রশিদ মিয়া-(৫০)। তিনি সুলতানপুর গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার পুত্র।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি ট্রাক রশিদ মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।