শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

৫০০ কোটি ছাড়িয়েছে ‘ধুম থ্রি’

dommসব রেকর্ড ভেঙে এবার আমির-ক্যাটরিনা অভিনীত ধুম-থ্রি ৫০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী সারা বিশ্বে ধুম থ্রি-র আয়ের পরিমান ৫০১.৩৫ কোটিতে গিয়ে ঠেকেছে। গত ২০ ডিসেম্বর মুক্তি পাওয়া এ ছবিটিকে ঘিরে দর্শকের আগ্রহ কেবল বেড়েই চলেছে। সোমবার যশরাজ ফিল্মসের দেয়া বিবৃতিতে এই হিসাব দাখিল করা হয়েছে

বিবৃতিতে বলা হয়েছে, ধুম থ্রি ভারত ও বিশ্বের বাজারে ইতিহাস রচনা করেছে। প্রথম ভারতীয় ছবি হিসেবে বিশ্বের বাজারে ৫০০ কোটির ব্যবসা করেছে ধুম থ্রি। ভারতে ধুম থ্রি-র সংগ্রহ ৩৫১.২৯ কোটি, সারা বিশ্বে ১৫০.০৬ কোটি।

এদিকে জার্মানি, পেরু, রোমানিয়া, জাপান, রাশিয়া ও তুরস্কে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত এ চলচ্চিত্রটি।

উল্লেখ্য, আদিত্য চোপড়া প্রযোজিত ও বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ধুম সিরিজের তৃতীয় ছবিতে রয়েছেন আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন ও উদয় চোপড়া।

dom-3

এ জাতীয় আরও খবর