ব্রাক্ষণবাড়িয়ায় বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন উবায়দুল মোকতাদির চৌধুরী
রোববার অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাক্ষণবাড়িয়া জেলার ৪ টি আসনে অনুষ্ঠিত নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সদর-বিজয়নগর আসনের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
বিজয়ী প্রার্থীদের মধ্যে তিনিই সর্বোচ্চ ভোট পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) মোট ভোট কেন্দ্র ১৬৯টি। আওয়ামীলীগ প্রার্থী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (নৌকা) প্রতীক পেয়েছেন ২ লাখ ৬৮ হাজার ২৯ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে মোট ৭৪ টি কেন্দ্রের মধ্যে আওয়ামীলীগ প্রার্থী এডঃ সায়েদুল হক (নৌকা) প্রতীক পেয়েছেন ৬৯ হাজার ৫’শ ৭৩ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) মোট ভোট কেন্দ্র ১২৮টি। জাতীয় পার্টির প্রার্থী এডঃ জিয়াউল হক মৃধা (লাঙ্গল) প্রতীক পেয়েছেন ৩৭ হাজার ৫’শ ৮ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর ১২৬টি কেন্দ্র। আওয়ামীলীগ প্রার্থী ফয়জুর রহমান বাদল (নৌকা) প্রতীক পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৭ ভোট।