ব্রাহ্মণবাড়িয়ার শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, ১০টি উদ্ধার
শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি।এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ১০টি ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
আজ শুক্রবার রাতে শহরের সাবেরা সোবহান স্কুলের সামনে এঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শ সূত্রে জানা যায়, রাত ১০টায় সাবেরা সোবহান স্কুলের সামনে বেশ কয়েক টি ককটেল বিষ্ফোরণ হয়। এতে কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত ১০ টি ককটেল উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।