কসবায় অর্ধদিবস হরতাল পালিত
তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা এবং কসবা উপজেলার নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শনিবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
আজ শনিবার ভোর ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলায় হরতাল শান্তী পূর্ণভাবে পালিত হয়েছে । হরতাল পালনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে কসবার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে এসে কসবা পৌর বিএনপির সভাপতি আলী আশ্ররাফের সভাপতিত্বে বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকলিল আজম এবং সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম ভুইয়া, যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা এবং কসবা উপজেলার বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে দোকানপাট বন্ধ ছিল তবে যান চলাচল স্বাভাবিক ছিল।