ব্রাহ্মণবাড়িয়া শহরে ভোট কেন্দ্রে আগুন
দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দুইদিন আগে শহরের মাদ্রাসা সংলগ্ন একটি ভোটকেন্দ্রে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠান আংশিক পুড়ে গেছে।শুক্রবার দুপুর দেড়টার দিকে, জুমার নামাজের সময়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে।
স্হানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের সময় কান্দিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে কয়েকজন দর্বৃত্তকারী পেট্রোল ঢেলে আগুন দেয়।তবে স্থানীয়রা সঙ্গে সঙ্গে বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।