শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রেল-সড়কপথে যান চলাচল বন্ধ

BB Sahorবিএনপিসহ ১৮ দলের ডাকা সারাদেশে সড়ক, রেল ও নৌপথে টানা অবরোধের প্রথম দিনে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার ব্রাক্ষণবাড়িয়া শহরের ৪টি বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি।  

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে শিডিউল বিপর্যয়ের কারণে যথাসময়ে কোনো ট্রেন চলাচল করতে দেখা যায়নি। ঢাকা-সিলেট ও কুমিল্ল-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের অভ্যন্তরীণ সড়কে ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে কোথাও কোনো পিকেটিং নেই। ব্রাহ্মণবাড়িয়ার শহরের সম্ভাব্য নাশকতা এড়াতে ৪১টি পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে আশুগঞ্জ সারকারখানা এরিয়াভুক্ত এলাকায় ও সার পরিবহন বন্ধ রয়েছে।

এ জাতীয় আরও খবর