বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে

Election comm-2নির্বাচন কমিশনের(ইসি)অনুরোধে আগামী শুক্র ও শনিবার(৩ ও ৪ জানুয়ারি) তফসিলি ব্যাংকগুলোর শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারিশন বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিভাগের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) অসীম কুমার মজুমদার এতে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশনের অনুরোধে অভ্যন্তরীণ সম্বনয়ের মাধ্যমে ব্যাংকগুলোকে লেনদেন করতে হবে। চাঁদপুর, রাজবাড়ি, জয়পুরহাট মাদারিপুর, শরিয়তপুর জেলা এর বাইরে থাকবে।

এর আগে ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে শুক্র ও শনিবার দেশের ৫৯টি জেলায় ব্যাংক খোলা রাখার অনুরোধ করেন।

এতে দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের অর্থ পরিশোধ ও আইনশৃঙ্খলা বাহিনীর অর্থ উত্তোলনের সুবিধার্থে ৫টি জেলা বাদে ৫৯ জেলায় ব্যাংক খোলা রাখতে বলা হয়।

উল্লেখ্য, ৫ জানুয়ারি আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।