শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জার্মানীতে বিদেশী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ

Study-in-Germany-300x167বিদেশে উচ্চশিক্ষার জন্য জার্মানীর কদর বাড়ছে দিন দিন। বাংলাদেশ থেকে প্রচুর শিক্ষার্থী প্রতিবছর যাচ্ছেন সেখানে। এর মধ‌্যে অনেকেই যাচ্ছেন ফুল স্কলারশিপ নিয়ে।

জার্মানিতে পড়াশোনার জন্য টিউশন ফি লাগে না ৷ কিন্তু বাড়িভাড়া, খাবার-দাবার, পোশাক-আশাক এসব বাবদ খরচ কম পড়ে না ৷ বিশেষ করে বিদেশি ছাত্র-ছাত্রীরা এটা ভালো করেই টের পান ৷

বিভিন্ন ফাউন্ডেশনের সহায়তা

এক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দেয় বেশ কিছু ফাউন্ডেশন ৷ তবে প্রতি বছর আড়াই লাখ বিদেশি ছাত্র-ছাত্রী ও ২৩০০০ ডক্টরেটের গবেষক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ৷ এঁদের মধ্যে মাত্র ২৫ শতাংশ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বৃত্তি পেয়ে থাকেন ৷

কোলন ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের মুখপাত্র কার্ল হাইনৎস কর্নের কাছে ব্যাপারটা তেমন বিস্ময়কর নয় ৷ কেননা বৃত্তির জন্য আবেদনের প্রক্রিয়াটা বেশ জটিল ৷

সিদ্ধান্ত পেতে পেতে বছরও গড়িয়ে যেতে পারে ৷ ফাউন্ডেশন গুলি ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করার পরেই স্থির করে কাকে তারা সাহায্য করবে৷

গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন ডিএএডি

এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফাউন্ডেশন হলো ‘ডিএএডি’ বা জার্মান ছাত্র বিনিময় কর্মসূচি ৷ বর্তমানে ৪৫,০০০ বিদেশি ছাত্র-ছাত্রীকে আর্থিক সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি ৷

বৃত্তি ভোগীদের ৭০ শতাংশই আসেন বিদেশ থেকে ৷ এজন্য ডিএএডি-র নানা ধরনের কর্মসূচি রয়েছে ৷ ব্যাচেলর কোর্সের ছাত্র-ছাত্রীরা মাসে ৬৫০ ইউরো, মাস্টার্সের ছাত্র-ছাত্রীরা ৭৫০ ইউরো আর ডক্টরেটের গবেষকরা ১০০০ ইউরো পান ৷

শিক্ষার্থীরা যেভাবে বসবাস করেন:

অনিশ্চয়তা: নতুন সেমিস্টার শুরু হয়েছে, কিন্তু হোস্টেল গুলোতে জায়গা নেই ৷ এখন শিক্ষার্থীরা কি করবে? মাথা গোঁজার একটা ঠাঁই তো চাই! একটা ব্যবস্থা তো করতেই হবে! মিউনিখ এবং ফ্রাংকফুর্ট সবচেয়ে ব্যয়বহুল শহর ৷

বাভারিয়া রাজ্য একটি ঘর ভাড়া গড়ে ৪৯৩ ইউরো আর ফ্রাংকফুর্টে ৪২১ ইউরো ৷ স্নাতকের ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি পাওয়া সবচেয়ে কঠিন৷ কেননা পরীক্ষায় ভালো ফলাফলের ওপর ভিত্তি করেই বৃত্তি দেওয়া হয়৷ ব্যাচেলরের ছাত্র-ছাত্রীদের বেলায় এটা নির্ণয় করা সহজ নয় ৷

অন্যদিকে, মাস্টার্স ও ডক্টরেটের ছাত্র-ছাত্রীরা ব্যাচেলর পরীক্ষায় ভালো ফলাফল দেখাতে পারলে বৃত্তি পাওয়াও সহজ হয় ৷ ডিএএডির বৃত্তি সম্পর্কে ছাত্র-ছাত্রীরা নিজ নিজ দেশেই বিস্তারিত জানতে পারেন ৷ স্থানীয় বিশ্ববিদ্যালয় গুলিতে এ সম্পর্কে তথ্যাদি পাওয়া যায়৷

বিদেশি ছাত্রদের জন্য সুলভ মূল্যে বাড়ি পাওয়াটা রীতিমত সমস্যাজনক ৷ বিশ্ববিদ্যালয়ের বিদেশি দপ্তরের কাছ থেকে কিছু পরামর্শ পাওয়া গেলেও আসল কাজটা ছাত্র-ছাত্রীদের নিজেদেরই করতে হয় ৷

ক্যাশ টাকা সাথে রাখতে হয়:  বৃত্তি নিয়ে জার্মানিতে পাড়ি দিলেও অবশ্যই কিছু ক্যাশ টাকা সাথে রাখতে হয় বিদেশি শিক্ষার্থীদের। কারণ ইউনিভার্সিটিতে নাম লেখানো ও নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরই ফাউন্ডেশনের তরফ থেকে মাসে মাসে টাকা আসতে শুরু করে ৷

আর কেবল তাহলেই জার্মানিতে একটি বাসা ভাড়া করা যায় ৷ ‘‘প্রথম তিন সপ্তাহ বিদেশি ছাত্রদের জন্য বলা যায় এক ‘সাংস্কৃতিক শক”’, বলেন কার্ল হাইনৎস কর্ন৷ ‘‘তারা ভাবতেই পারেন না যে, অনেক কিছুর সুরাহা নিজেদেরই করতে হয়৷”

তবে বিদেশি ছাত্র-ছাত্রীদের সাহায্যের জন্য নানা রকম সমিতি ও গ্রুপ রয়েছে৷ যেমন ইন্টারনেশনাল ইউনিভার্সিটি গ্রুপ কিংবা ইউনিভার্সিটি কমিউনিটি ৷

এই সব গ্রুপে স্বদেশিদের সঙ্গে মিলিত হতে পারেন বিদেশ থেকে আসা ছাত্রছাত্রীরা৷ তারা বাসা পেতে সাহায্য করেন, জার্মানির সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরেন, বিশ্ববিদ্যালয়ের পথঘাট খুঁজে পেতে সহায়তা করেন৷

বিশ্ববিদ্যালয়ের ক্যাথলিক কিংবা প্রটেস্ট্যান্ট গির্জা কমিউনিটিতে সক্রিয় হলে অতিরিক্ত কিছু সুবিধাও পাওয়া যায়৷ যেমন কোনো কোনো কমিউনিটিতে বিদেশি ছাত্রদের জন্য সংরক্ষিত কক্ষ পেতে পারেন তারা৷

কার্ল হাইনৎস কর্ন জানান, ‘‘ইউনিভার্সিটির বিভিন্ন গ্রুপে সক্রিয় হলে জার্মানি তথা বিশ্ববিদ্যালয়ের সমাজ জীবনে খাপ খাওয়ানো সহজ হয় ৷

শুধু পরীক্ষার ভালো রেজাল্টই নয়, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়াটাও অনেক ফাউন্ডেশনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ৷

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক