সোমবার, ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আ.লীগের নির্বাচনী ইশতেহার বিকেলে

Awamileg logoদশম জাতীয় সংসদ নির্বাচনের বাকি রয়েছে আর মাত্র আট দিন। প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ নিচ্ছে না। এ অবস্থার মধ্যেই আজ শনিবার বিকেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।   

শুক্রবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সাংবিধানিক ধারা সমুন্নত ও উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে। শনিবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর