জেলা শিল্পকলা একাডেমীতে ২৯ ডিসেম্বর শিশু চিত্রাংকন প্রতিযোগিতা
শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মশত বর্ষ উদযাপন উপলক্ষে ২৯ ডিসেম্বর সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
৩ গ্রুপে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় ক গ্রুপে ১ম থেকে ৩য় শ্রেণী অথবা ৬ থেকে ৯ বছর বয়সী শিশুরা অংশ নিতে পারবে। ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত অথবা ১০ থেকে অনধিক ১২ বছর বয়সী শিশুরা খ গ্রুপে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ৭ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত অথবা ১৩ থেকে ১৫ বছর বয়সী প্রতিযোগিরা গ গ্রুপের অর্ন্তভূক্ত।
প্রতিযোগিতায় ১৬ঢ১১ ইঞ্চি আকারের কাগজে প্যাস্টেল রং, জল রং ও রং পেন্সিলসহ যে কোন মাধ্যমে ছবি আঁকা যাবে। প্রতিযোগিতার বিষয় উন্মুক্ত। শিশু চিত্রাঙকন প্রতিযোগিতার অংশগ্রহণের আগ্রহীদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হওয়ার জন্য জেলা শিল্পকলা একাডেমী অনুরোধ জানিয়েছে।