বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ২০ বিএনপি-জামায়াতের আটক

Grafter-2অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে।
এরা হলেন-সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজল মিয়া (২৬) ও আশুগঞ্জের বিএনপি কর্মী বাচ্চু মিয়া।
 
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সদর উপজেলায় একজন, আশুগঞ্জ উপজেলায় একজন, আখাউড়ায় ছয়জন, কসবা উপজেলায় ছয়জন ও নবীনগর উপজেলায় পাঁচজন গ্রেফতার হয়েছে। বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।