গণজাগরণ মঞ্চে লাঠিচার্জ, আটক ১১, আন্দোলন অব্যাহতের ঘোষণা
পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে গুলশান ২ চত্বরে সমবতে হওয়া গণজাগরণ মঞ্চের ১১ কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকেও আটক করে পরে ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুর সোয়া তিনটায় গণজাগরণ মঞ্চের কর্মীরা পাকিস্তান হাইকমশিন ঘেরাওয়ের লক্ষ্যে কমিশন কার্যলয়ের দিকে এগুতে চাইলে পুলিশের সংগে সংগে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের এক পর্যায়ে ইমরান এইচ সরকার ও খুশী কবিরকে আটক করা হলেও ছেড়ে দেওয়া হয়। পুলিশের বাধা পেয়ে মঞ্চের কর্মীরা প্রথমে মাটিতে শুয়ে পড়ে। এরপর পুলিশ কর্মীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের লাঠিচার্জ ও আটকের পরে ইমরান এইচ সরকার জানান, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। পুলিশের এই ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।
এসময় ইমরান এইচ সরকার মঞ্চের কর্মীদের ওপর নির্যাতন ও অসদাচরণের অভিযোগ তোলেন পুলিশের বিরুদ্ধে।
পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাহাবুদ্দিন লাটিচার্জ ও আটক প্রসঙ্গে বলেন, কারো ওপর নির্যাতন বা অসদাচরণ করা হয়নি। শুধুমাত্র ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কূটনৈতিক পাড়ায় এ ধরনের কর্মসূচি চলতে দেওয়া যায় না।