বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

২ কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে শনিবার

tikaসরকার ২১তম জাতীয় টিকা দিবস পালন করবে শনিবার। দেশে পোলিও মুক্ত অবস্থা বজায় রাখতে এদিন সারা দেশে এক লাখ ৩০ হাজার টিকাদান কেন্দ্রের মাধ্যমে দুই কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে।

বৃহস্পতিবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসচিব এমএম নিয়াজউদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় টিকা দিবসে শূন্য থেকে পাঁচ বছরের নিচে সব শিশুকে দুই ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে। এ বয়সের শিশু আগে পোলিও টিকা খেয়ে থাকলেও তাদের ফের দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। যেসব শিশু ওইদিন জন্ম নেবে টিকা খাওয়ানো হবে তাদেরও।

স্বাস্থ্যসচিব জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে। নিয়মিত টিকাদান কেন্দ্র ছাড়াও ভ্রমণরত ও ভাসমান শিশুদের রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন জনসমাগম স্থলে স্থাপিত অস্থায়ী কেন্দ্র থেকে টিকা খাওয়ানো হবে।

জাতীয় টিকা দিবস সফল করতে সবার সহযোগিতা কামনা করে নিয়াজউদ্দিন বলেন, একটি শিশুও যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে।

স্বাস্থ্যসচিব বলেন, পোলিও একটি মারাত্মক ভাইরাজজনিত রোগ। একমাত্র টিকাদানের মাধ্যমে এই রোগ নির্মূল করা যায়।

বাংলাদেশে পোলিও পর পর তিন বছর শূন্যভাগ থাকলেও পার্শ্ববর্তী দেশগুলোর জন্য পোলিও নির্মূল সনদ পাচ্ছে না। ভারতেও পর পর তিন বার শূন্যভাগ রয়েছে। তবে আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ পোলিও নির্ম‍ূল সনদ পাবে বলে আশা করেন স্বাস্থ্যসচিব।

সবশেষ ২০০৬ সালের ২২ নভেম্বর দেশে একজন পোলিও রোগী শনাক্ত করা হয়েছিল।

পোলিও মুক্ত করতে জাতীয় টিকা দিবসের পরবর্তী চারদিন চাইল্ড টু চাইল্ড সার্চ কার্যক্রম চলবে। এতে বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হবে যাতে কোনো শিশু বাদ না যায়।

স্বাস্থ্য বিভাগের ৬০ হাজার কর্মীর সঙ্গে ছয় লাখ স্বেচ্ছাসেবী পোলিও টিকা খাওয়ানোর জন্য কাজ করবে বলে জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

হরতাল-অবরোধ থাকলে কর্মসূচিতে কোনো বাধা সৃষ্টি হবে কিনা- জানতে চাইলে স্বাস্থ্যসচিব পরবর্তী প্রজন্মের কথা বিবেচনা করে বিরোধী দলসহ সবাইকে এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার সিফায়েত উল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক এ কে এম আমির হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদের মন্ত্রণালয়ে অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য সচিব বলেন, উনি ব্যক্তিগত কারণে অনুপস্থিত। আপনারা জানেন সবাই…।

এ জাতীয় আরও খবর

সকালে মাঠে নামছে ব্রাজিল, একাদশ যেমন হবে

তৌফিক-ই-ইলাহী গ্রেপ্তার

মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে গুলি

১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি

গুজরাটের শহরকে নিজেদের বলে দাবি পাকিস্তানের, ভারতে বিতর্কের ঝড়

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪ জন

প্রয়োজনে আবারও গণঅভ্যুত্থান হবে: সারজিস আলম

বৃহত্তর চট্টগ্রামে ফের অতিভারী বৃষ্টির আভাস

উত্তপ্ত মণিপুরে এবার ইন্টারনেট বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গণপূর্তমন্ত্রীসহ ১৯৫ জনের নামে হত্যা মামলা 

আইডিয়ালের সাইনবোর্ড খুলে নিয়ে গেলো ঢাকা কলেজের শিক্ষার্থীরা

বন্যায় ক্ষতিগ্রস্তদের ইলেকট্রনিক্স পণ্যে ফ্রি সার্ভিস দিচ্ছে ভিশন