শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিতে শীর্ষস্থান ধরে রাখল লঙ্কানরা

SL & PKবুধবার পাকিস্তানের কাছে প্রথম ম্যাচটি হেরে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি শীর্ষস্থান নড়বড়ে হয়ে গিয়েছিল। শুক্রবার দ্বিতীয় ও শেষটি ২৪ রানে জিতে সিরিজ সমতায় শেষ করে এক নম্বর আসনটি আবারও অটুট করল লঙ্কানরা।

শ্রীলঙ্কা: ২১১/৩ (২০ ওভার)
পাকিস্তান: ১৮৭/১০ (১৯.২ ওভার)
ফল: শ্রীলঙ্কা জয়ী ২৪ রানে

টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে কুশল পেরেরা ও তিলকারত্নে দিলশানের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় লঙ্কানরা। পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে ১০০ রান করে তারা। ৩৩ বলে ৮ বাউন্ডারিতে ৪৮ রানে দিলশানকে থামান সাঈদ আজমল। অজন্তা মেন্ডিসের পরিবর্তে দলে আসা সেক্কুজে প্রসন্নও সাজঘরে ফেরেন পাকিস্তানি অফস্পিনারের কাছে।

কুশল ও কুমার সাঙ্গাকারার ব্যাটে তুমুল ঝড় ওঠে শেষ ছয় ওভারে। ৭৮ রান তোলেন তারা।

শেষ বলে সোহেল তানভির ও আজমলের যোগসাজশে রান আউট হন কুশল। এর আগে ৫৯ বলে পাঁচ চার ও চার ছয়ে ৮৪ রান করেন তিনি। ২১ বলে চারটি চার ও দুই ছয়ে ৪৪ রানে অপরাজিত ছিলেন সাঙ্গাকারা।

বিশাল রানের পাহাড়ে চাপা পড়ে শুরু থেকেই টালমাটাল পাকিস্তানের ব্যাটসম্যানরা। ওপেনার সারজীল খানের ২৫ বলে পাঁচ চার ও তিন ছয়ে ৫০ রান ছাড়া টপ অর্ডার থেকে মিডল অর্ডারে আর কোনো উল্লেখযোগ্য ব্যক্তিগত ইনিংস ছিল না।

লঙ্কান বোলারদের সামনে ৮৫ রান তুলতেই সাত উইকেট হারায় তারা। শেষে শহীদ আফ্রিদি ও সোহেল তানভিরের ‍৩৬ রানের জুটিতে প্রতিরোধ গড়ে। গত ম্যাচে জয়ের নায়ক আফ্রিদি ২৮ রানে সাজঘরে ফিরলে সিরিজ দখলের আশা ভেস্তে যায়। তবে আজমল ও তানভিরের জুটিতে শেষ অবধি লড়াইয়ের ইঙ্গিত দেয় পাকিস্তান।

৩৩ বলে ৬৩ রান আসে এই নবম উইকেটে। ৪১ রানে তানভির ও ২০ রানে আজমল আউট হলে হার মানে পাকিস্তান।

সেক্কুজে, থিসারা পেরেরা ও নুয়ান কুলাসেকারা দুটি করে উইকেট নেন। সবচেয়ে বেশি তিনটি নেন সচিত্র সেনানায়েক।

ম্যাচসেরা হয়েছেন কুশল। আর ১-১ ব্যবধানে শেষ হওয়া সিরিজের সেরা আফ্রিদি।

এ জাতীয় আরও খবর

পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, জানাল তেহরান

ঈদযাত্রায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৩৮ জন

নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধ করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আ.লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের

৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি, ঢাকায় ৪০ পার

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ