রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়ি বহর বুদ্ধিজীবী কবরস্থানের প্রধান ফটকের নিকটে পৌঁছায়। এর ৫ মিনিট পরেই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
পরে সকাল ৭টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদীতে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়।