আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের (সদর-বিজয়নগর) আওয়ামী লীগের সংসদ সদস্য র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরীর মনোনয়ন বহাল রাখার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে তার সমথর্করা।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় এ অবরোধ সৃষ্টি করা হয়। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোক্তাদিরের সমর্থকরা আশুগঞ্জের গোলচত্বর এলাকার সড়ক অবরোধ করে রেখেছেন। অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু নাছের আহাম্মদ,সাংঠনিক সম্পাদক হাজী আমিনুল ইসলাম ভূঁইয়া ও হাজী সায়েদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হেফজুল বারী, সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন, বর্তমান স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহিন সিকদার ও ইউনিয়ন চেয়ারম্যানসহ তার সমর্থকরা বিক্ষোভে অংশ নেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।