ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করায় গণজাগরণ মঞ্চে উল্লাস
গণজাগরণ মঞ্চে আনন্দ মিছিল চলছে আর এর কারন হচ্ছে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনায় আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। সেক্ষেত্রে তার ফাঁসির দ-াদেশ কার্যকর করতে আর কোন বাধা রইল না।
গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগ থেকে হোটেল রূপসী বাংলা পর্যšত্ম আনন্দ মিছিল করে আবার শাহবাগে ফিরে যায়। এ সময় তারা বিভিন্ন সেøাগান দিতে থাকে।
শাহবাগের গণজাগরণ মঞ্চে কর্মীরা এখনে অবস্থান করছে । তারা বলেন, এই বিজয় আমরা কাদেরের ফাঁসি দেওয়া না পর্যšত্ম চালিয়ে যাব। যতক্ষন পর্যšত্ম কষাই কাদেরের ফাঁসি হবেনা ততক্ষন পর্যšত্ম আমরা মিষ্টিমুখ করবো না।
গণজাগরণ মঞ্চের দাবি আজ রাতের মধ্যেই যেন কাদের মোল্লার ফাঁসি দেওয়া হয়।
গণজাগরণ মঞ্চের কর্মীরা জয় বাংলা বলে সেøাগান দিতে থাকে তারা ‘ভি’ চিহ্ন দেখিয়ে বিজয় উল্লাস করছে। আজকের এই আদেশের পর গণজাগরণ মঞ্চ যেন নতুন করে জাগ্রত হয়ে উঠতে দেখা গেল। তারা নেচে, গেয়ে ও বিভিন্ন সেøাগান দিয়ে পুরো মঞ্চ মাতিয়ে রেখেছে উল্লাস করছে আর এ আনন্দ-উল্লাস করার মূল কারনই হচ্ছে কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ।