আশুগঞ্জে ৫ সফল নারীকে সম্মাননা
আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ৫ নারীকে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন-শিক্ষায় উপজেলা তারুয়া গ্রামের বেগম নুসরাত জাহান, অর্থনৈতিক উন্নয়নে শরীফপুর গ্রামের জোছনা বেগম, সমাজ উন্নয়নে আড়াইসিধার কুলসুম বেগম, সফল জননী চরচারতলার হাসিনা বেগম ও নারী নির্যাতনের শিকার ও নতুন উদ্যোমী হিসেবে চরচারতলার শাহানা আকতার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেজিনা আরজু‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আকতার উন নেছা শিউলী, সমাজ সেবা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম ও শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন প্রমুখ।