বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপিকে ছাড়া নির্বাচনে যাচ্ছে না জাপা

Arshedবিএনপিকে ছাড়া নির্বাচনে যাচ্ছেন না জাতীয় পার্টি এমনটাই জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। রোববার ভোর ৫টা ৫৫ মিনিটে নিজ বাস ভবনে নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

 

নেতাকর্মীদের তিনি বলেন, আমরা নির্বাচনে যাব। তবে সুষ্ঠু নির্বাচনে যাওয়ার জন্য সব দলের অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে। কারণ আওয়ামী লীগ ফাকা মাঠে গোল দিতে চাইছে। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি একাই সরকার ক্ষমতায় আসবে এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।

 

এরশাদ বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ১০ দিন পেছানোর প্রস্তাব করা আমার দায়িত্ব ছিল। এর মধ্যে বিএনপিকে নির্বাচনে আনতে হবে। এসময় দলীয় নেতাকর্মীদেরও বিএনপির সঙ্গে আলাপ করার নির্দেশ দেন তিনি।

 

বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না সাফ জানিয়ে দিয়ে তিনি বলেন, জাতিসংঘের সহকারী মহাসচিব অঙ্কার ফার্নান্দেস তারানকোর সঙ্গে বৈঠকে যদি কাজ না হয় তবে মন্ত্রীদের পদত্যাগ পত্র জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।

 

এসময় দলীয় নেতাকর্মীরা এরশাদকে বলেন, দেশের মানুষ আপনার সিদ্ধান্তে উৎসাহ জানাচ্ছে। অতীতে অনেকে আড়ালে অনেক খারাপ মন্তব্য করলেও বর্তমানে আপনার প্রশংসা করছে। মসজিদে মসজিদে আপনার জন্য দোয়া করছে। ১৯৯০ সালের পরে এটাই আপনার সঠিক সিদ্ধান্ত বলেও মনে করছে অনেকে।

 

রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়াম্যান হওয়ায় হুসেইন মুহাম্মদ এরশাদ দেশ ছেড়ে চলে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি নেতাকর্মীদের বলেন, রওশন এরশাদকে আমি নিজে দল থেকে বহিষ্কার করেছি। তার তো কোনো দল নেই, তিনি স্ব-ঘোষিত চেয়ারম্যান। যতদিন আছি আমি চেয়ারম্যান হিসেবেই থাকবো। এসময় রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান আখ্যায়িত করায় মিডিয়ার প্রতিও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

 

একইসঙ্গে বাংলাদেশ ছেড়ে যাবেন না এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে থাকবেন বলে নেতাকর্মীদের আশ্বস্ত করেন তিনি।

 

আলোচনা শেষে নেতাকর্মীদের কাছে থেকে দেশের অবরোধ এবং হরতাল পরিস্থিতি জানতে চান এবং বাড়ি ফিরে বিশ্রাম নিয়ে সকালের বৈঠকে আসার নির্দেশ দেন তিনি। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

সকালে মাঠে নামছে ব্রাজিল, একাদশ যেমন হবে

তৌফিক-ই-ইলাহী গ্রেপ্তার

মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে গুলি

১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি

গুজরাটের শহরকে নিজেদের বলে দাবি পাকিস্তানের, ভারতে বিতর্কের ঝড়

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪ জন

প্রয়োজনে আবারও গণঅভ্যুত্থান হবে: সারজিস আলম

বৃহত্তর চট্টগ্রামে ফের অতিভারী বৃষ্টির আভাস

উত্তপ্ত মণিপুরে এবার ইন্টারনেট বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গণপূর্তমন্ত্রীসহ ১৯৫ জনের নামে হত্যা মামলা 

আইডিয়ালের সাইনবোর্ড খুলে নিয়ে গেলো ঢাকা কলেজের শিক্ষার্থীরা

বন্যায় ক্ষতিগ্রস্তদের ইলেকট্রনিক্স পণ্যে ফ্রি সার্ভিস দিচ্ছে ভিশন