‘স্বপ্ন, সাহস, মহানুভবতার কারণে বেঁচে থাকবেন আজীবন’
নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে ভার্চুয়াল জগতে চলছে শোকের মাতম। বিশ্বের সেরা প্রভাবশালী থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে শোক প্রকাশ করছেন। খেলোয়াড় থেকে অভিনেতা, রাজনীতিবিদ কেউ বাদ যাচ্ছেন না।
আমাদের দেশের নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শোক প্রকাশ করেছেন। তিনি ম্যান্ডেলার স্ত্রী গ্রাসাকে সম্বোধন করে তার সহানুভূতি প্রকাশ করেছেন।
ইউনূস ‘প্রিয় গ্রাসা’ সম্বোধন করে নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশী ড. মুহাম্মদ ইউনূস লিখেছেন, “মাদিবার মৃত্যুতে আমি এতটাই গভীর শোকাহত যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তার জীবন সারা বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এই ইহজগত ছেড়ে চলে গেলেও তিনি তার কাজ, স্বপ্ন, সাহস, নমনীয়তা এবং মহানুভবতার কারণে বেঁচে থাকবেন আজীবন।”