বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাপা মন্ত্রীদের পদত্যাগ নাটক

a13দলীয় চেয়ারম্যান এরশাদের নির্দেশ থাকা সত্বেও জাতীয় পার্টির মন্ত্রীরা পদত্যাগ করেননি। সকালে প্রধানমন্ত্রী ডেকেছিলেন জাপার চার মন্ত্রীকে। তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়। সেখানে মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দেননি।

 

প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠক শেষে প্রেসিডেন্ট পার্কে ফিরে যান জাপার মন্ত্রীরা। সেখানে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, তারা পদত্যাগ করেননি। এরশাদ তাদের যা বলেছেন, তা প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন তারা। প্রধানমন্ত্রী তাদের যা বলেছেন, তাও এখন এরশাদকে জানানো হবে।

 

বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান  স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদ, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রুহুল আমিন হাওলাদার এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তারা সেখানে চলমান বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।

 

প্রসঙ্গত, মঙ্গলবার পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর পরদিন বুধবার তিনি তার দলের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার এবং মন্ত্রীদের পদত্যাগেরও নির্দেশ দেন।

 

বুধবার রাতে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বৃহস্পতিবার পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন।

 

এরশাদের এই ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পার্টির মন্ত্রীদের ডেকে পাঠান। এরই অংশ হিসেবে মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই

উপজেলা ভোট ব্যর্থ হলে ৭ জানুয়ারির প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে-সিইসি

সোনার দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশেই থাকবে : শিল্পমন্ত্রী

বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

আবারও ঢাকাই সিনেমায় পাওলি দাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য জানালেন সাকিব

ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যানসার-সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ

তীব্র গরমে মরছে মুরগি, বিপাকে খামারিরা

উপজেলা ভোটে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ

চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ