আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক বিকেলে
বাংলাদেশের সরকারি দল আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণবভনে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। খবরে বলা হচ্ছে জাতীয় পার্টির চ্যায়ারম্যান এইচ এম এরশাদ ৫ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেবার পর পরিবর্তিত পরিস্থিতিতে করণীয় ঠিক করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠক।
রাতেই আওয়ামীলীগের সিনিয়র নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পার্টির দলনেতা আনিছুল ইসলাম মাহামুদ এবং জিয়াউদ্দিন বাবলুর সঙ্গে বৈঠক করেছেন বলে খবরে জানা যায়।
বৈঠকে ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে এ ব্যাপারে দু দলের কেউই মুখ খুলেননি। তবে গতকাল এইচ এম এরশাদ নির্বাচন বয়কটের ঘোষণা দেয়ার পর রাতের এই বৈঠকটিকে বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আওয়ামীলীগের বিভিন্ন নেতাদের গণমাধ্যমের বরাদ দিয়ে স্থানীয় খবরে বলা হচ্ছে জাতীয় পার্টিকে নির্বাচনে ফেরানোর জন্য ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। রাতের বৈঠকের পর আওয়ামীলীগের তরফ থেকে জানানো হয় আজ বিকেলে গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বিবিসি