শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া। ট্রেনে ককটেল হামলা, পুলিশের গাড়ি ভাঙ্গচুর। বিজিবির টহল

B Baria BGPশনিবার ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ার শহরে পুলিশের সাথে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শহরের কলেজ গেট এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে অবরোধকারিরা। একই সময়ে তারা শহরের রেলগেট এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি মালবাহী ট্রেন ও রেলের সিগন্যাল বক্সে ককটেল হামলা চালায়। পুলিশ রেলগেট এলাকা থেকে ৭/৮ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।  ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শহর উপপরিদর্শক (টিএসআই) বেলাল হোসেন জানান, সকাল নয়টার দিকে কলেজ গেটের সামনে টহলরত পুলিশকে লক্ষ্য করে ১০/১৫টির মতো ককটেল ছোড়া হয়। এর মধ্যে ৭/৮ টি ককটেল বিস্ফোরিত হয়।তবে এতে কোন পুলিশ সদস্য আহত হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। একই সময়ে রেলগেট এলাকায় অবরোধকারিরা চট্টগ্রাম অভিমুখী মালবাহী ট্রেন ও রেলের সিগন্যাল বক্সে ককটেল হামলা করে।

দুপুরে শহরের টিএরোড, পাওয়ার হাউজ রোড এলাকায় পুলিশের সাথে অবরোধ কারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় অন্তত ৫০ টি ককটেলের বিস্ফোরন ঘটে।পাওয়ার হাউস রোডে টায়ারে অগ্নি সংযোগ করা হয়। লোকজন ভীত আতংকিত হয়ে ছোটাছুটি শুরু করে। দোকান পাঠসহ সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় পুলিশ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাকদ ইয়াছিন মাহমুদের বাসা ও অফিসে ব্যাপক তলাশী চালিয়ে ভংচুর করেছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় সন্দেহভাজন তিন যুবককে আটক করেছে পুলিশ।এসময় পুলিশ অবরোধকারিদের ধাওয়া করে এবং কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। অতিরিক্ত নিরাপত্তার জন্য রাস্তায় বিজিবিকে টহল দিতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

রোহিঙ্গা ক্যাম্পে ধান ভানলেন জাতিসংঘ মহাসচিব!

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত আরেফিন সিদ্দিক

আছিয়ার ধর্ষকের বাড়ি ভেঙে মসজিদ নির্মাণের দাবি

দায়িত্ব শেষে দেশে না ফিরে কানাডায় রাষ্ট্রদূত হারুন, শাস্তিমূলক ব্যবস্থা

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক আজ

ইত্যাদি’র মঞ্চে একঝাঁক প্রিয় মুখ

রূপের রহস্য জানালেন পরীমণি

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন ড. ইউনূস ও জাতিসংঘ মহাসচিব

প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে : রিজভী

চলতি বছরেই বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ভারত!

ছুটির দিনে নিউমার্কেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা

কেউ দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হলে মানুষ কঠোর হস্তে দমন করবে : মামুনুল হক