বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া। ট্রেনে ককটেল হামলা, পুলিশের গাড়ি ভাঙ্গচুর। বিজিবির টহল

B Baria BGPশনিবার ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ার শহরে পুলিশের সাথে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শহরের কলেজ গেট এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে অবরোধকারিরা। একই সময়ে তারা শহরের রেলগেট এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি মালবাহী ট্রেন ও রেলের সিগন্যাল বক্সে ককটেল হামলা চালায়। পুলিশ রেলগেট এলাকা থেকে ৭/৮ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।  ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শহর উপপরিদর্শক (টিএসআই) বেলাল হোসেন জানান, সকাল নয়টার দিকে কলেজ গেটের সামনে টহলরত পুলিশকে লক্ষ্য করে ১০/১৫টির মতো ককটেল ছোড়া হয়। এর মধ্যে ৭/৮ টি ককটেল বিস্ফোরিত হয়।তবে এতে কোন পুলিশ সদস্য আহত হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। একই সময়ে রেলগেট এলাকায় অবরোধকারিরা চট্টগ্রাম অভিমুখী মালবাহী ট্রেন ও রেলের সিগন্যাল বক্সে ককটেল হামলা করে।

দুপুরে শহরের টিএরোড, পাওয়ার হাউজ রোড এলাকায় পুলিশের সাথে অবরোধ কারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় অন্তত ৫০ টি ককটেলের বিস্ফোরন ঘটে।পাওয়ার হাউস রোডে টায়ারে অগ্নি সংযোগ করা হয়। লোকজন ভীত আতংকিত হয়ে ছোটাছুটি শুরু করে। দোকান পাঠসহ সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় পুলিশ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাকদ ইয়াছিন মাহমুদের বাসা ও অফিসে ব্যাপক তলাশী চালিয়ে ভংচুর করেছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় সন্দেহভাজন তিন যুবককে আটক করেছে পুলিশ।এসময় পুলিশ অবরোধকারিদের ধাওয়া করে এবং কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। অতিরিক্ত নিরাপত্তার জন্য রাস্তায় বিজিবিকে টহল দিতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

সকালে মাঠে নামছে ব্রাজিল, একাদশ যেমন হবে

তৌফিক-ই-ইলাহী গ্রেপ্তার

মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে গুলি

১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি

গুজরাটের শহরকে নিজেদের বলে দাবি পাকিস্তানের, ভারতে বিতর্কের ঝড়

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪ জন

প্রয়োজনে আবারও গণঅভ্যুত্থান হবে: সারজিস আলম

বৃহত্তর চট্টগ্রামে ফের অতিভারী বৃষ্টির আভাস

উত্তপ্ত মণিপুরে এবার ইন্টারনেট বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গণপূর্তমন্ত্রীসহ ১৯৫ জনের নামে হত্যা মামলা 

আইডিয়ালের সাইনবোর্ড খুলে নিয়ে গেলো ঢাকা কলেজের শিক্ষার্থীরা

বন্যায় ক্ষতিগ্রস্তদের ইলেকট্রনিক্স পণ্যে ফ্রি সার্ভিস দিচ্ছে ভিশন