মোকতাদির চৌধুরীর মনোনয়নপত্র উত্তোলন
আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে জেলায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামীলীগ। এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৩- (সদর) আসনে আওয়ামীলীগ প্রার্থী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি’র পক্ষে গত বৃহস্পতিবার রিটানিং অফিসারের কাছ থেকে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান বাবুল। আগামী ২ জানুয়ারি মোকতাদির চৌধুরী এম.পি মনোনয়নপত্র জমা দিবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।