সন্ধ্যায় সিইসির ভাষণে তফসিল
আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। ভাষণে নির্বাচন প্রস্তুতির বিষয়ে দেশবাসীকে অবগত করা, নির্বাচনে সব দলের অংশ গ্রহণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা ছাড়াও আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তিনি।
নির্বাচন কমিশন সচিবালয়ের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সন্ধ্যায় ভাষণে সিইসি তফসিল ঘোষণা করবেন। বিটিভিতে রেকর্ডকৃত এই ভাষণ সন্ধ্যা ছয়টার পর প্রচারিত হবে। বিটিভির মহাপরিচালকের নেতৃত্বে বিটিভির রেকর্ড বিভাগের একটি টিম দুপুর আড়াইটায় নির্বাচন কমিশনে পৌঁছেছেন।
সকাল থেকে তফসিল নিয়ে নির্বাচন কমিশন কর্মকর্তা- কর্মচারীদের কর্মচাঞ্চল্যের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে।
অসমর্থিত একটি সূত্র আগামী ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছে। তবে কমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
তফসিল চূড়ান্ত করার লক্ষ্যে বিকাল তিনটায় নির্বাচন কমিশনারেরা বৈঠকে বসেছেন। বৈঠক শেষে কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে তফসিলের বিষয়টি পরিষ্কার করা হবে বলে সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
এদিকে বিকেলে নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।