সেনাকুঞ্জে যাচ্ছেন না খালেদা জিয়া!
সশস্ত্রবাহিনী দিবসে সেনাকুঞ্জের কর্মসূচিতে যোগ দিচ্ছেন না বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে। কর্মসূচিটিতে বিএনপি’র পক্ষ থেকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন যাচ্ছেন। দলটির নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান।
সূত্রটি জানিয়েছে, খালেদা জিয়া এই কর্মসূচিতে যাচ্ছেন এমন কোনো আয়োজন বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নেই। তবে সান্ধ্যকালীন এই কর্মসূচিতে যোগ দেওয়ার ব্যাপারে শেষ মূহূর্তে তিনি সিদ্ধান্ত নিতেও পারেন এমন সন্দেহই প্রকাশ করে দলের দায়িত্বশীল সূত্রটি।
মহান মুক্তিযুদ্ধের সময় ২১ নভেম্বর গঠিত হয় বাংলাদেশের সশস্ত্রবাহিনী। তাদের সক্রিয় অংশগ্রহণে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়। এরপর প্রতিবছর ২১ নভেম্বর দিনটি সশস্ত্রবাহিনী দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।বাংলানিউজ