কসবায় সালদনদী থেকে বস্তা বন্দি অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল রবিবার সন্ধ্যায় কসবা থানা পুলিশ উপজেলার বায়েক ইউনিয়নের চাওড়া গ্রামস্থ সালদানদী থেকে বস্তাবন্দি দুই যুবকের লাশ উদ্ধার করেছে।
সালদানদীতে বস্তাবন্দি দুইটি ভেসে উঠলে এলাকাবাসী পুলিশকে সঙবাদ দেয়। কসবা থানা উপ-পুলিশ পরিদর্শক সুমন কুমার আদিত্য ঘটনাস্থালে পৌছে নদীতে ভেসে উঠা বস্তাবন্দি অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করে।
সুমন কুমার আদিত্য জানান পৃথক দুইটি বস্তাবন্দি অজ্ঞাত দুই যুবকের হাতপা বাধাবস্থায় উদ্ধার করা হয়েছে।পুলিশধারণ করছেন দূবৃর্ওরা ঐ দুই যুবককে হত্যা করে হাতপা বেধে বস্তায় ঢুকিয়ে নদীতে ফেলে দেয়।