শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নতুন মন্ত্রিসভা সোমবার, থাকছে জাপা

monthreeসোমবারই গঠিত হচ্ছে নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ মন্ত্রিসভা। নতুন এ মন্ত্রিসভায় ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন থাকছেন বলে জানা গেছে। জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অনেক দিন থেকেই মহাজোট ছাড়বেন বললেও ‘সর্বদলীয়’ মন্ত্রিসভায় তার দলের আনিসুল ইসলাম মাহমুদ থাকছেন বলে জানা গেছে।

যদিও রোববার জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পার্টির চেয়ারম্যান মহাজোট ছাড়ার ঘোষণা দেবেন।

নতুন এ মন্ত্রিসভার শপথগ্রহণ হবে সোমবার বেলা ৩টায়। বঙ্গভবনে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট।

রোববার রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল বিকেল ৩টায় বঙ্গভবনে সর্বদলীয় সরকারের নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে। তবে ওই মন্ত্রিসভায় কতজন মন্ত্রী শপথ নেবেন তা এ মুহূর্তে বলতে পারছি না।’

এদিকে, সন্ধ্যায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মন্ত্রীদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির হাতে দেবেন বলে ধারণা করা হচ্ছে। আরো জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন না।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রী একযোগে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেন। অবশ্য তার আগে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তসহ কয়েক জন পদতাগপত্র দিয়েছেন। গত মাসে প্রধানমন্ত্রী প্রস্তাবিত নির্দলীয় সরকারের রূপরেখা মোতাবেকই নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে। যদিও প্রধান বিরোধী দল বিএনপি তা প্রত্যাখ্যান করেছে।

‘সর্বদলীয়’ মন্ত্রিসভায় যারা নতুন করে শপথ নেবেন তাদের একটি সম্ভাব্য তালিকা পাওয়া যাচ্ছে। এতে রয়েছেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রওশন এরশাদ, জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, জিয়া উদ্দীন বাবলু, রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট সালমা ইসলাম, জেপির আনোয়ার হোসেন মঞ্জু, তথ্যমন্ত্রী জাসদের সভাপতি হাসানুল হক ইনু, মঈনুদ্দীন খান বাদল।

এদিকে জাতীয় পার্টি থেকে কে কে নতুন মন্ত্রিসভায় থাকছে এ বিষয়ে জানতে চাইলে দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বলেন, ‘আপনারা টিভিতে যাদের নাম দেখেছেন আমিও তা-ই দেখেছি। যাদের নাম দেখেছেন তাদেরই জিজ্ঞেস করুন, সরকারের কাছ থেকে তারা কোনো ফোন বা দাওয়াত পেয়েছেন কি না। আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না। তবে আগামীকাল (সোমবার) পার্টির চেয়ারম্যান সংবাদ সম্মেলন ডেকেছেন সেখানেই সবকিছু পরিষ্কার হবে।’

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির জিয়াউদ্দিন বাবলু টেলিফোনে  বলেন, ‘এ ব্যাপারে আমি শুনেছি। তবে এখনও বিস্তারিত কিছু জানি না।’

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা