জাবিতে প্রজাপতি মেলা ৬ ডিসেম্বর
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই সেøাগান ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে প্রজাপতি মেলা। আগামী ৬ ডিসেম্বর মেলা অনুষ্ঠিত হবে জানিয়েছেন মেলার আহ্বায়ক প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও প্রজাপতি গবেষক মনোয়ার হোসেন তুহিন।
দিনব্যাপী এ মেলায় থাকবে শিশু-কিশোরদের জন্য প্রজাপতিবিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতিবিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, জীবন্ত প্রজাপতির হাট দর্শন, প্রজাপতি আদলের ঘুড়ি উড্ডয়ন, প্রজাপতিবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতিবিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনীসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলায় প্রজাপতিবিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন। অর্থনীতিপ্রতিদিন