সৈয়দ আশরাফকে বেশ কয়েকবার ফোনে চেষ্টা করেও পাননি মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সরকার মুখে বার বারই সংলাপের কথা বললেও বাস্তবে তাদের পক্ষ থেকে কোনো সাড়া নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে বেশ কয়েকবার ফোনে চেষ্টা করেও পাননি বলে অভিযোগ করেন তিনি।
শুক্রবার রাতে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান রাজিয়া ফয়েজের জানাজায় অংশ নেবার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় তিনি আরো বলেন, আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা আমরা করেছি। যে কারণে বার বার আমরা সরকারে সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। তবে বলা হচ্ছে যে, সংলাপের দড়জা খোলা আছে, সমঝোতার দড়জা খোলা আছে।তবে সরকার এ ব্যাপারে আন্তরিক নয়। তারা এ ব্যাপারে কথা বলতে চান না। আমি ব্যাক্তিগতভাবে চেষ্টা করেছি কথা বলার। কিন্তু এখনও কোনো সাড়া পাইনি।'