২০০০ কোটি রুপির জুয়া
শচিন টেন্ডুলকারের জ্বরে ভুগছে ভারতবাসী। উত্সাহ-উদ্দীপনার শেষ নেই। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে যাচ্ছে এই ক্রিকেট-ঈশ্বর। এছাড়া এটি হবে তার ২০০তম টেস্ট। অসাধারণ এক মাইলফলক। তবে অনেকে আছেন, এখানে টুপাইস কামিয়ে নেবেন। অবৈধ জুয়ার আসর বসবে ভারতে। আসলে ইন্টারনেটে জুয়ার আসর আরও জমে উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটার ছাড়াও ইন্টারনেটে অনেক মাধ্যম রয়েছে— যেখানে এ ধরনের অপকর্ম করে সটকে পড়া যায়। পুলিশের নাকের ডগায় হলেও কিছু করার থাকে না। ধারণা করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ-ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ঘিরে ২ হাজার কোটি রুপির জুয়ার আসর হবে। ১৪ নভেম্বর এ টেস্টটি শুরু হবে। ভারত বর্তমানে প্রথম টেস্টটি জিতে ১-০তে এগিয়ে রয়েছে। ফলে ভারতের পক্ষেই জুয়া ধরবে সবাই— এমনটিই ধারণা করা যায়। এছাড়া ম্যাচের গতি-প্রকৃতির ওপরও জুয়ার মূল্য ওঠানামা করবে। অবশ্য মুম্বাইয়ের পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দারুণভাবে করিত্কর্মা হয়ে উঠেছে তারা। শচিন দীর্ঘদিন সেঞ্চুরিবঞ্চিত। সবাই আশা করছেন, এই ম্যাচে সেঞ্চুরি করবেন। এ নিয়েও বাজি হচ্ছে। এছাড়া হাফ সেঞ্চুরি, ৪ ও ছক্কা বা খালি হাতে মাঠ ছাড়বেন কি না— এ ব্যাপারেও জুয়া হবে। অনলাইনে আবার জুয়ার সুবন্দোবস্ত রয়েছে। সেখানে রেট ওঠানামা করছে।