রাজধানীর মাতুয়াইলে বাসে আগুন, ৮ যাত্রী দগ্ধ
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের তৃতীয় দিনে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে পিকেটাররা। আজ বেলা ২.৩০ মি. এই অগ্নিকা-ের ঘটনায় ২ ছাত্র সহ ৮ বাসযাত্রী গুরুতর দগ্ধ হয়েছেন। এছাড়া, হুড়োহুড়ি করতে গিয়ে আহত হয়েছেন আরও বেশ ক’জন যাত্রী।
পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক ও নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
আশপাশের এলাকায় দায়িত্বরত পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাসটি থানায় নিয়ে গিয়েছে।
তবে, এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।