মনোনয়নপত্র কিনলেন শেখ হাসিনা
রংপুর-৬ আসনের পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নড়াইল-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র বোস মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে সোমবার রংপুর-৬ আসনে আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষে দলটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান মনোনয়নপত্র কেনেন।
মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনই রোববার শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সর্বশেষ তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত সাত বিভাগের জন্য সাতটি বুথ থেকে আজ ৭০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। নতুন বার্তা