রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পদত্যাগপত্র জমা দিলেন মন্ত্রীরা


Ministerনির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের অংশ হিসেবে মন্ত্রিসভার বৈঠকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। কয়েকদিন আগেই মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেয়া শুরু হয়। মন্ত্রিসভার বাকি সদস্যরাও সোমবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের পদত্যাগ জমা দিয়েছেন।

পিআইডির কর্মকর্তা আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৫২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভার অনেক সদস্য আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। বাকিরা সবাই সোমবারের মন্ত্রিসভার বৈঠকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

বৈঠকের আগে দফতরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব:) তাজুল ইসলাম, খাদ্যমন্ত্রী ড: আবদুর রাজ্জাক, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবেশ ও বনমন্ত্রী ড: হাছান মাহমুদ পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বলে জানা যায়।

আজ সকালে প্রথমে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী প্রথমে তার পদত্যাগপত্র জমা দেন। এরপর অন্য মন্ত্রীরাও তাদের পদত্যাগপত্র জমা দেন।

এদিকে কিছুক্ষণ আগে সচিবালয়ে শুরু হয়েছে মন্ত্রিসভার বৈঠক। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রীদের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। তবে যারা নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় থাকবেন, তাদের পদত্যাগপত্রগুলো গ্রহণ করা হবে না বলে জানা গেছে।

এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে সাতদিনের মধ্যে পদত্যাগপত্র জমা দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রী বলেন, “আমাদের দায়িত্ব পদত্যাগপত্র জমা দেয়া, তাই আমরা দিয়েছি। প্রধানমন্ত্রী যতদিন পর্যন্ত গ্রহণ করেননি ততদিন পর্যন্ত আমরা মন্ত্রী হিসেবে থাকবো। আর যেদিন প্রধানমন্ত্রী তা গ্রহণ করবেন এরপর থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দায়িত্বে থাকতে পারবেন না।”

এ জাতীয় আরও খবর

ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

জনগণের সেবক হওয়ার লক্ষ্যে পুলিশ এগিয়ে যাচ্ছে : আইজিপি

১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

চলতি মাসেই শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমার আভাস

আমির হোসেন আমুকে ইসিতে তলব

পাগলা মসজিদ: গণনার সাড়ে ৩ ঘণ্টায় দানবাক্সের টাকা ছাড়িয়েছে সোয়া ৩ কোটি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না : কাদের

বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

একটা আফসোস রয়ে গেছে, বললেন প্রধানমন্ত্রী

দুর্নীতি দমনে দুদককে আন্তরিক ও কৌশলী হতে হবে : রাষ্ট্রপতি

পেঁয়াজের ডাবল সেঞ্চুরি, দাম বাড়ল রসুন-চিনি ও ডালের

তীরে এসে তরি ডোবাল বাংলাদেশ