যাত্রাবাড়ীতে বিআরটিসির বাসে আগুন
রাজধানীর যাত্রাবাড়ীতে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতাল শুরুর আগের দিন শনিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নেভায়। বিআরটিসির এই বাসটি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসছিল বলে জানা গেছে।
যাত্রাবাড়ী খানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম জানান, বাসটি পুরোপুরি পুড়ে গেছে। পুলিশও ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
এর আগে বিএনপির শীর্ষ তিন নেতাকে গ্রেফতারের পর রাজধানীর ফকিরাপুল, কারওয়ান বাজার ও নয়াপল্টন এলাকায় শুক্রবার রাতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
প্রসঙ্গত, রোববার ভোর থেকে টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। হরতাল আহ্বানের পরপরই শুক্রবার রাতে বিএনপির কেন্দ্রীয় পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আজ আদালতে হাজির করার কথা রয়েছে