শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৫ উইকেটের জয়, জাহানারা রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ৫ আইরিশকে বধ করে রেকর্ড গড়েছেন জাহানারা আলম।

বৃহস্পতিবার ডাবলিনে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

টাইগ্রেস পেসার জাহানারার দুর্দান্ত বেলিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে স্বাগতিকরা। ক্লেয়ার শিলিংটনকে এলবিডব্লিউ করে ম্যাচের প্রথম ওভারেই প্রথম শিকার ধরেন তিনি। দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে মাঠছাড়া করেন সিসিলিয়া জয়েসকে।

দলের ১৭তম এবং নিজের তৃতীয় ওভারে তৃতীয় বলে কিম গার্থ ও শেষ বলে আইমিয়ার রিচার্ডসনের উইকেট শিকার করেন জাহানারা। দলের ১৯তম এবং তার শেষ ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশের সামনে মূলবাধা হয়ে থাকা ইসোবেল জয়েসকে ৪১ রানে বোল্ড করেন তিনি।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ডের মেয়েরা।

জবাবে খেলতে নেমে নিগার সুলতানারা দায়িত্বশীল ব্যাটিংয়ের ভর করে ৬ উইকেট হারিয়ে ১৩৫ তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা। বাংলাদেশ মেয়েদের পক্ষে সর্বোচ্চ রান করেন নিগার সুলতানা ৪৬।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এর আগে সর্বোচ্চ ৪ উইকেট ছিল সালমা খাতুনের। সেই রেকর্ড ভাঙলেন জাহানারা।