শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগর উপজেলায় পুলিশের গাড়িতে হামলা, আহত ২

Nasirnagor Upনাসিরনগর উপজেলায় ভোটের দায়িত্ব পালনকালে পুলিশের স্ট্রাইকিং ফোর্সের একটি গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক সদস্য আহত হন।

আর হামলার চিত্র ধারণে করতে গেলে এটিএন বাংলার ক্যামেরাম্যান সুমন রায়কে মারধর করে এবং তার ক্যামেরা ছিনিয়ে নেয় আওয়মী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন।

উপজেলার পূর্বভাগ ইউনিয়ের পূর্বভাগ এসইএসডিপি উচ্চ বিদ্যালয় কেন্দ্র বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, সকাল থেকে এই কেন্দ্রের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন বিএনপির এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। পরে পুলিশের সহযোগিতায় তাদের আবার কেন্দ্রে আনা হয়।

এ ঘটনায় বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টরা মারধরের বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে পুলিশের স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থল থেকে ফিরে যাওয়ার সময় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন গাড়িতে হামলা চালায়। তারা গাড়ির কাঁচ ভাঙচুর করে। এতে এক পুলিশ সদস্য আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার জাহিদ হাসান জানান, একটি দল পুলিশের গাড়ির ওপর হামলা চালিয়েছে। এতে এক পুলিশ সদস্য ও সংবাদ মাধ্যমের এক ক্যামেরাম্যান আহত হয়েছেন।

আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এছাড়া সকাল থেকে চান্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।