শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আমরণ অনশন করে টেক্সাসের কারাগার থেকে মুক্তি পেল ১১ বাংলাদেশি

news-image

বাংলাদেশে ফেরত  না পাঠানোর দাবিতে যুক্তরাষ্ট্রে টেক্সাস অঙ্গরাজ্যের বন্দি আটক কেন্দ্রে আমরণ অনশনে অংশগ্রহণকারী বাংলাদেশি বন্দির মধ্যে ১১ জন মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় গত শনিবার রাতে অভিবাসন আদালতে নিয়মিত হাজিরা দেওয়ার শর্তে  তাদের সাময়িক মুক্তি দেওয়া হয়। তবে অংশগ্রহণকারী ৫৪ জনের মধ্যে এখনও ৪৩ জন অনশনেই রয়েছেন।

যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশের পর রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল হওয়ায় টেক্সাস অঙ্গরাজ্যের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের আওতাধীন এল পাসো বন্দি আটক কেন্দ্রে ৮২ জন বাংলাদেশি নাগরিককে আটক রাখা হয়েছিল। বর্তমানে সেখানে অবস্থান করছেন ৬৪ জন। যুক্তরাষ্ট্রের সরকার আটককৃতদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিলে বাংলাদেশে ফেরত না পাঠানোর  দাবিতে ৪৪ জন বন্দি বাংলাদেশি গত বুধবার থেকে আমরণ অনশন শুরু করেছিলেন। অনশনের তৃতীয় দিনে শামসুদ্দিন নামক বাংলাদেশি বন্দি অসুস্থ হয়ে পড়লে বন্দি আটক কেন্দ্র কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করেন। সাময়িক মুক্তিপ্রাপ্ত ১১ জনকে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালতে হাজিরা দিতে হবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে তাদের রাজনৈতিক আশ্রয়ের আবেদনের শুনানি চলবে। তবে আরও ৪০ বাংলদেশিসহ মোট ৪৩ জন এখনও অনশন চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আদেশ স্থগিত করাসহ ছয় দফা দাবি রয়েছে তাদের। সাময়িক মুক্তি প্রাপ্ত বন্দিরা হলেন মোহা. নাসের, আব্দুল হামিদ, মাসুম আহমেদ, জাকির হুসেন, শাহীন মিয়া, রিপন আহমেদ, সোহেল, নাদের আহমেদ, লোকমান আলী ও আহমেদ জাহেদ। মুক্তিপ্রাপ্ত অনেকেই স্থানীয় বাংলাদেশিদের আশ্রয়ে আছেন বলে জানা গেছে।


এদিকে ডিটেনশন সেন্টারে অনশনরতদের দাবির প্রতি সংহতি জানিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সংগঠন ‘ডিটেইন মাইগ্র্যান্ট সলিডারিটি কমিটি’। এই সংগঠনের ব্যানারে অনশনরতদের মুক্তি দাবিতে ওইদিন বিকালে ‘লাঞ্চবক্স’ নামের একটি রেস্টুরেন্টের সামনে একটি মানববন্ধনও হয়। সংগঠনটির অন্যতম প্রধান রোকসানা বেনডেজু সাংবাদিকদের বলেন, নিরাপদ আশ্রয়ের সন্ধানে তারা মাতৃভূমি ছেড়ে প্রাণের ভয়ে যুক্তরাষ্ট্রে এসেছেন, অথচ এখানে তাদেরকে দেওয়া হচ্ছে অমানবিক শাস্তি। তাহলে সেই দেশ আর এই দেশের মধ্যে পার্থক্য কোথায়? এ ধরনের আচরণ চলতে পারে না। অনশনরতদের মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের পাশে থাকার ঘোষণা দেন রোকসানা।

 

 

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন