বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত, ৮ বাড়িঘর ভাংচুর

bijoyমঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সেন্দা-শিলাউরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৩০জন আহত হয়েছে। এসময় দাঙ্গাবাজরা কমপক্ষে ৮টি বাড়ির ঘর ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। জানা যায়, সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সেন্দা-শিলাউর গ্রামের সাধুর গোষ্ঠী ও লাডুর গোষ্ঠীর লোকজনের মধ্যে দীর্ঘ দিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। গত সোমবার রাতে ওই গ্রামের পশ্চিম পার্শ্বে বিলে মাছ ধরতে যায় সাধু গোষ্ঠীর আনু মেম্বারের লোকজন। খবর পেয়ে লাডুর গোষ্ঠীর হোসেন মিয়ার নেতৃত্বে বাধা প্রদান করে। এনিয়ে কথা কাটাকাটি হয় উভয়পক্ষের লোকজনের মধ্যে। এর জের ধরে সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। এসময় তাদের পক্ষে হাবলা উচ্চ, সেন্দাউর, বিরামপুরের লোজজনও সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩০জন আহত হয়। নাজমা বেগম (৪৫), শানু মিয়া (৩২), আরশ আলী (৩৫), নাজির হোসেন (২০), আজিজ মিয়া (৩৫), আবদুল্লা (৩০), সেলিম (২৮), আবুল ফায়েজ (৩০), ইকবাল হোসেন (১৯), আবুল বাশার (৩২), জলিল মিয়া (৩০), জমসেদ (৩২), আবদুল মিয়া (২০), জমসিদ মিয়া (৩০) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

এ জাতীয় আরও খবর

দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক

মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির লাশ আজ দেশে পৌঁছাবে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আদালতে লিফট আতঙ্ক, ভোগান্তিতে আইনজীবী-বিচারপ্রার্থীরা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন চলছে

সরাইলে জমি সংক্রান্ত বিরোধ, হত্যা মামলার ১২ আসামী গ্রেফতার

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা