শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারীর কারাদণ্ড

news-image

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সোহেল মিয়া (২৫) নামে এক টিকিট কালোবাজারীকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শনিবার দুপরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত সোহেল ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মৌড়াইল এলাকার ফরিদ মিয়া ছেলে।

অভিযান শেষে নির্বাহী ম্যজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, দুপুরে টিকিট কালোবাজারীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনের চারটি টিকিটসহ সোহেল মিয়া নামে এক কালোবাজারীকে আটক করে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মহিদুর রহমান ও স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ উপস্থিত ছিলেন।