বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পেশোয়ারে বিমানঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ৪৩

news-image

পাকিস্তানের খাইবার পাখতুমখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে সেনাবাহিনীর এক ক্যাপ্টেনও রয়েছেন।
শুক্রবার ভোরে জঙ্গিদের এ হামলায় আহত হয়েছে অন্তত ৩০ জন। তাদের পেশোয়ারের একটি বেসরকারি হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে এ হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, উপজাতি অধ্যুষিত এলাকায় পাক সামরিক অভিযানের জবাবে এ হামলা চালানো হয়।
পুলিশ জানিয়েছেন, পেশোয়ারের বাদাবেরে অবস্থিত পাকিস্তান এয়ারফোর্সের (পিএএফ) বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়। ঘটনার পরপরই তৎপর হয় পাকিস্তান সেনাবাহিনী। বিমানঘাঁটিসহ এর আশেপাশের এলাকায় অভিযান শুরু করে সদস্যরা।
পাক সেনা মুখপাত্র বলেন, তালেবান জঙ্গিদের ১০ থেকে ১৫ সদস্যের একটি দল একটি গার্ডপোস্টে হামলা চালায়। এ সময় তারা বাদাবের বিমানঘাঁটিতে প্রবেশের চেষ্টা করে। তিনি বলেন, জঙ্গিদের আরেকটি গ্রুপ বিমানঘাঁটির মসজিদে প্রবেশ করে এবং সেখানে নামাজের অপেক্ষায় থাকা ১৬ জনকে হত্যা করে।
নিহতের মধ্যে অন্তত ২১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও পাঁচ বেসামরিক লোক রয়েছেন। নিহত বেসামরিক ব্যক্তিরা ঘাঁটিতেই কর্মরত ছিলেন।
বিবৃতিতে জানানো হয়, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা অভিযানে অন্তত ১৪ জঙ্গি নিহত হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তিনি বলেন, দেশের সেনাবাহিনীর প্রতি পুরো জাতির সমর্থন রয়েছে। খুব শিগগিরই পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ উৎখাত করা হবে। বিকেলে নিহতদের জানাজায় তিনি শরিক হন বলে জানা গেছে। -বিবিসি উর্দু

এ জাতীয় আরও খবর

দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে : শিক্ষামন্ত্রী

জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতার ভাগনে

অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে গেল রেললাইন

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই : ইসি আলমগীর

এই গরমে খাদ্যে বিষক্রিয়া হলে করণীয়

ভারতীয় দলে সানজু, বাদ কেএল রাহুল

ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার

গরমের সঙ্গে বেড়েছে কলেরা রোগী

হিট স্ট্রোক: সাত দিনে ১০ জনের মৃত্যু