শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন ২৮ অক্টোবর

news-image

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৮ অক্টোবর এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আবদুল লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় ঐ আসনটি শূন্য হয়। মঙ্গলবার উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ। তিনি জানান, ঐ আসনে নির্বাচনের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মনোনায়নপত্র দাখিল করা যাবে। ৩ অক্টোবর যাচাই-বাছাই করা হবে। ১১ অক্টোবর পর্যন্ত মনোনায়নপত্র প্রত্যাহার করা যাবে। টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লতিফ সিদ্দিকী। পরে তাকে ডাক  ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। 


হজ নিয়ে বিরূপ মন্তব্য করায় গত বছর লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয়া হয়। আওয়ামী লীগ থেকেও তাকে বহিষ্কার করা হয়। পরে দলের পক্ষ থেকে তার সংসদ সদস্য বাতিলের আবেদন জানানো হয়। স্পিকার তা নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠান। এ বিষয়ে নির্বাচন কমিশনের এখতিয়ার নেই বলে হাইকোর্টে রিট আবেদন করেন লতিফ সিদ্দিকী। হাইকোর্ট আবেদন খারিজ করে দেন। এরপর তিনি লিভ টু আপিল করলে ২৩ আগস্ট সুপ্রিম কোর্ট তা খারিজ করেন। একই দিন তিনি নির্বাচন কমিশনের শুনানিতে উপস্থিত হয়ে নিজেই পদত্যাগ করার কথা বলেন।