শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লাকসামে বিনামূল্যে ৫০০ পরিবারকে স্বাস্থ্যসেবা প্রদান

news-image

কুমিল্লার লাকসামে বন্যা র্দুগত এলাকার ৫০০ পরিবারকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করেছে শক্তি ফাউন্ডেশন। আজ শুক্রবার সকালে লাকসাম পৌরসভার উত্তরকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের উদ্ধোধন করেন প্রতিষ্ঠানের কুমিল্লা এরিয়া ম্যানেজার মোহাম্মদ আবু সাইদ শেখ। জানা গেছে, এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫০০ পরিবারের কয়েক শ লোককে ডায়েরিয়া, আমাশয়, পেটের ব্যাথা, চর্মরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন চিকিৎসকরা। এ সময় ফ্রি ঔষধও বিতরণ করা হয়।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানকালে উপস্থিত ছিলেন, শক্তি ফাউন্ডেশন লাকসাম শাখা ম্যানেজার মো.আলী হোসেন, মাজহারুল ইসলাম, সুমি আক্তার, নিলুফা আক্তার, ফারজানা আক্তার, সুমন চন্দ্র দে প্রমুখ।