শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবার আটকে গেলো ‘রানা প্লাজার’ মুক্তি

news-image

রানা প্লাজা ধস নিয়ে নির্মিত বহুল আলোচিত চলচ্চিত্র রানা প্লাজার মুক্তি আবারও আটকে গেলো। সিনেমাটির প্রদর্শন ও সম্প্রচারের ওপর আগামী ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত। ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ ব্যাপারে শুনানি হবে। এরফলে আগামীকাল আর সিনেমাটি মুক্তি পাচ্ছে না।
রানা প্লাজা সিনেমার প্রদর্শন ও সম্প্রচারের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করে আপিল বিভাগের দেয়া আদেশ পুনঃবিবেচনার জন্য রিটকারী পক্ষের দায়ের করা আবেদনের ওপর আজ চেম্বার বিচারপতির আদালতে আজ শুনানি হয়। শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্থিতাবস্থা জারির আদেশ দেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।